দরজায় কড়া নাড়ছে রাজ্যের বিধানসভা নির্বাচন। হাতে আর বেশি সময় নেই। ৩০ মে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই শেষ করতে হবে ২০২১-এর নির্বাচন। ইতিমধ্যেই ভোটের ময়দানে নেমে পড়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই কমিশনও। পুলিশ কিংবা প্রশাসনের কোনও আধিকারিকের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাহলে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission Of India)। এমনকি, গত নির্বাচনে যদি কারও বিরুদ্ধে গাফিলতি অভিযোগে রাজ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে পদক্ষেপ করা হয়ে থাকে, তাহলেও রেহাই মিলবে না। এই মর্মে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতরে চিঠি চলে এসেছে বলে সূত্রের খবর।

লক্ষ্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। সেইদিক লক্ষ্য রেখেই প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে জোরকদমে। আগামী ১৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়়ান্ত ভোটার তালিকা।
আরও পড়ুন- আমি পাগলা ষাঁড় নই যে BJP-তে যাবো! দাদা শুভেন্দুকে কটাক্ষ ভাই দিব্যেন্দুর
































































































































