কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মেগা জনসভাকে কেন্দ্র করে দল বদলের যে স্রোতে বইছে, এবার তাতে পা মেলালেন মালদার গাজলের বিধায়ক দিপালী বিশ্বাস (Dipali Biswas)। হলদিয়ার সিপিএম (CPIM) বিধায়ক তাপসী মণ্ডলের শনিবার অমিত শাহের সভায় বিজেপিতে যোগদানের জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে। এই আবহেই উঠে এলো গাজলের বিধায়ক দিপালী বিশ্বাসের নামও। ২০১৬ সালে সিপিএমের টিকিটে জেতা গাজলের বিধায়ক দিপালী বিশ্বাস দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার তিনি বিজেপির ঝান্ডা ধরতে চলেছেন। দিপালীদেবী এদিন নিজেই সে কথা জানিয়েছেন। এবং অমিত স্যার জনসভায় তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মালদহে ১২টি আসনের মধ্যে ১১টিতেই জয়ী হয়েছিল বাম-কংগ্রেস (Left-Congress)। তৃণমূল (Trinamool Congress) কোনও আসন পায়নি। এরপরই বিরোধী শিবিরে ভাঙন ধরাতে তৎপর হন তৎকালীন জেলার তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরে সিপিএম ছেড়ে ২১ জুলাইয়ের সভায় তৃণমূলে যোগ দেন গাজলের বিধায়ক দীপালি। এবার সেই শুভেন্দুর হাত ধরেই তৃণমূল হয়ে বিজেপির পথে দীপালি।
উল্লেখ্য, শুক্রবারই দীপালির স্বামী রঞ্জিৎ বিশ্বাস তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর এরপরই গাজলের বিধায়কেরও তৃণমূল ছাড়া ও বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা জোরাল হয়েছিল। এদিন সেই জল্পনাতেই সিলমোহর দিলেন দিপালী বিশ্বাস স্বয়ং।
আরও পড়ুন-গেরুয়া তিলক কপালে ‘গেরুয়া’ যাত্রাপথে শুভেন্দু






























































































































