এবার সাতসকালেই গুলিবিদ্ধ এক পুলিশকর্মী। এবং সেই ঘটনা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন : চলতি মাসেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর ট্রায়াল রান
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ গুলির শব্দ শোনা যায় মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে পুলিশ কিয়স্কে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের সশস্ত্র কর্মী দীনেশ কর্মকারকে রক্তাক্ত, গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, গতকাল নাইট ডিউটিতে এসেছিলেন দীনেশ। এদিন সকালে ডিউটি পরিবর্তন করার সময়েই ঘটনাটি ঘটে। পুলিশের অনুমান, সেই সময়ে ম্যাগাজিন খুলতে গিয়েই এই বিপত্তি। তবে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কেউ তাঁর উপর গুলি চালিয়েছে, নাকি অসতর্কতার জেরেই গুলি, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।



































































































































