ইস্তফা দিলেন।
প্রচারও হল।
কিন্তু রহস্যজনক কারণে ভুল ইস্তফা জমা পড়ল, যা গৃহীত হওয়ার নয়।
ফলে আপাতত বিধায়ক থেকে যাবেন শুভেন্দু অধিকারী( Shuvendu adhikari)।
বিধানসভার নিয়মে বর্তমান বিধায়ককে ইস্তফা দিতে হয় স্পিকারের সামনে বসে নিজে হাতে তারিখ দিয়ে নির্দিষ্ট বয়ানে চিঠি লিখে।
শুভেন্দুর ক্ষেত্রে ভুল করা হল।
স্পিকার ছিলেন না। রিসিভিং সেকশনে জমা দিলেন শুভেন্দু। বয়ান অন্য। তারিখ নেই।
ফলে স্পিকারের ( speaker) পক্ষে কাল এটি গ্রহণ করা অসম্ভব।
প্রশ্ন হল এই ভুল হল কেন?
না জেনে? নাকি কৌশল?
শুভেন্দু বলতে পারবেন ইস্তফা দিয়েছি, প্রচারও হল, অথচ তিনি বিধায়ক ( mla) থেকে গেলেন।
বিধানসভাসূত্রে এমনই খবর।

































































































































