করোনা (Corona) পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর নভেম্বরের শেষ দিকে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খুলে দেওয়ার নির্দেশ জারি করে কেন্দ্র (Central ministry) সেইমতো গত ৭ ডিসেম্বর খুলে দেওয়া হয় আইআইটি মাদ্রাজ (IIT -Madras)। কিন্তু ক্লাস শুরু হতে না হতেই হু হু করে বাড়তে লাগল করোনা সংক্রমণ । দেখা গেল মাত্র সাত দিনের মধ্যেই গবেষক ও পড়ুয়া মিলে অন্তত ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাই রাতারাতি বন্ধ করে দেওয়া হলো আইআইটি মাদ্রাজ।

আরও পড়ুন:অধীরের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ নীলরতনের, অন্য সমীকরণের ইঙ্গিত বহরমপুরে
গত ৭ তারিখ প্রতিষ্ঠান খোলার পর গবেষক, শিক্ষার্থী, শিক্ষা কর্মী ও অশিক্ষক কর্মী মিলিয়ে মোট ৭০০ জন কাজে যোগ দিয়েছিলেন। সবাই হোস্টেলেই ছিলেন। অন্তত ৬৬ জনের শরীরে করোনা পজিটিভ (Covid positive) পাওয়া যায়। আর ঝুঁকি নিতে চায়নি কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় আইআইটি। আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আইআইটি মাদ্রাজ। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ



































































































































