হায়দরাবাদ এফসি–র বিরুদ্ধে নামার আগে মিডফিল্ড নিয়ে চিন্তিত এস সি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। ঠিক করে উঠতে পারছেন না গত ম্যাচে লাল কার্ড দেখা ইউজেনসন লিংডোর জায়গায় কাকে খেলাবেন। এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি।
গত ম্যাচে দুরন্ত খেলেছিলেন মহম্মদ রফিক। তাকে মিডফিল্ডে নাকি উইংয়ে খেলাবেন, তা নিয়েও এখনও সিদ্ধান্ত নিতে পারেন নি ফাউলার।
প্র্যাকটিসে ডিফেন্ডারদের বিরুদ্ধে অ্যাটাকারদের নিয়ে তৈরি দল একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলিয়েছেন।
রক্ষণের পারফরমেন্সে খুশি ফাউলার। ম হায়দরাবাদের আরিদানে সান্তানা, জোয়াও ভিক্টর–কে সমীহ করছে লাল–হলুদ শিবির। বিপক্ষের এই দুই বিদেশি যখন–তখন ম্যাচের রং বদলে দিতে পারেন। এই দু’জনকে নিয়ে ফাউলারের বিশেষ পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবারের ম্যাচে গোলরক্ষক শঙ্কর রায়, এবং ড্যানি ফক্স খেলতে পারবেন না। দু’জনেই অসুস্থ। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ড্র করেছে হায়দরাবাদ এফসি। নিজামের শহরের দলে রয়েছেন লাল–হলুদ প্রাক্তনী লালডানমাওইয়া রালতে। হায়দরাবাদ এফসি কোচ ম্যানুয়েল মারকুয়েজ ম্যাচ জেতার ঘুঁটি সাজাতে রালতে–কে ব্যবহার করতে পারেন। নর্থ–ইস্টের পর জামশেদপুর ম্যাচেও রেফারির অবিচারের শিকার হয়েছিল ইস্টবেঙ্গল। কালকের ম্যাচের আগেও রেফারিং নিয়ে উদ্বিগ্ন লাল–হলুদ শিবির।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.