কৃষকদের সমর্থনে এবার নিজের জন্মদিনের অনুষ্ঠান পালন করবেন না সোনিয়া

0
2

বাম, কংগ্রেস-সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্র বিরোধিতায় সুর চড়াচ্ছে। কৃষকদের পাশে দাঁড়িয়ে এবার নিজের জন্মদিনের অনুষ্ঠান পালন করবেন না বলে সিদ্ধান্ত নিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী।
বুধবার ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিন।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে পাঁচ দফা আলোচনা হয়েছে কৃষক সংগঠনের প্রতিনিধিদের। কেন্দ্রের সঙ্গে সেই বৈঠকের প্রত্যেকটিতেই নয়া আইন বাতিলের দাবি জানিয়েছেন কৃষক-নেতারা। যদিও এখনও মেলেনি সমাধান।কৃষকদের সঙ্গে সে বিষয়ে আলোচনা করতেই ৯ ডিসেম্বর ফের বৈঠকে বসবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সেই বৈঠকেই জট কাটবে বলে আশাবাদী কেন্দ্র। যদিও কৃষকরা নিজেদের দাবিতে অনড়। কৃষি আইন বাতিলেরই দাবি কৃষকদের।