কয়লা মাফিয়া লালা ওরফে অনুপ মাজির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির খবর। যদিও সিবিআই সূত্রে এ নিয়ে নির্দিষ্ট করে কোনও খবর নেই। কয়লার কারবারীকে হাতে পেতে মরিয়া তদন্তকারী সংস্থা।

আর এর মাঝেই এবার সরাসরি লালার বাড়িতে পৌঁছে গেল সিবিআই। আসানসোলে নিতুরিয়ার বাড়িতে লালার স্ত্রীর সঙ্গে দেখা করেন সিবিআই অফিসাররা। তাঁরা জানতে চান কোথায় লালা? লালার স্ত্রী জানান, তিনি অসুস্থ। আরও কয়েক দিন সময় দেওয়া হোক। এরপর সিবিআই স্পষ্ট ভাষায় জানায়, ৪৮ ঘন্টার মধ্যে লালা যেন সিবিআই দফতরে গিয়ে দেখা করে। নইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:খেলার মাঠে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু, তুমুল উত্তেজনা বাছুর ডোবায়
সম্প্রতি লালার ব্যবসার বেশ কিছু তথ্য সিবিয়াআইয়ের হাতে এসেছে। জানতে পেরেছে, ১০টাকার ইউনিক কোড দিয়ে টাকার লেনদেন করত। সিবিআইয়ের হুমকির জেরে লালা আত্মসমর্পণ করে কিনা সেটাই দেখার।


































































































































