বিজেপি নিজের মিছিলে নিজেই গুলি করে মারে- রানিগঞ্জের প্রশাসনিক সভা থেকে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, সেখানে প্রশাসনিক বৈঠক-সভা করেন মমতা। সেখানে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় গেরুয়া শিবিরের দিকেই অভিযোগের আঙুল তোলেন তৃণমূল নেত্রী বলে মথ রাজনৈতিক মহলের।

উত্তরকন্যা অভিযানে যোগ দিয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী উলেন রায়ের। তা নিয়ে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে পুলিশ মঙ্গলবারই জানিয়ে দিয়েছে, উলেনের মৃত্যু হয়েছে শটগানের গুলিতে। এবার মুখ্যমন্ত্রীও বলেন, “ওরা নিজের মিছিলে নিজেই গুলি করে মারে।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে প্রশাসনিক সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘‘একটা লোককে ছররা গুলি দিয়ে মেরে দিলে?’’ যদিও উত্তরকন্যা অভিযানের প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান পুলিশ ছররা বন্দুক দিয়ে মারে না। তাঁর অভিযোগ ভোটের আগে বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে বাংলায় গোলমাল বাধানোর চেষ্টা করছে গেরুয়া শিবির।
আরও পড়ুন:পুলিশের নয়, বিজেপির শটগানেই মৃত্যু তাদের কর্মীর! দাবি সুব্রতর
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি ঝড়ের গতিতে মিথ্যে কথা বলে। সেই মিথ্যের জবাবে তিনি ঝড়ের গতিতে রাজ্যে উন্নয়ন করছেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।


































































































































