বহিরাগত ইস্যুতে এবার বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলনেত্রী। বললেন, কী ভেবেছে বিজেপি? বাইরে থেকে আসা লোকেদের দিয়ে ভয় দেখাবে? ওরা ৫ হাজার আনলে আমি ১০ হাজার দিয়ে শুরু করব।

শুক্রবার বিকেলের ভার্চুয়াল সভায় একদিকে নেত্রী যেমন সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছেন, তেমনি ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। পাশাপাশি কড়া বার্তা দিয়েছেন বিজেপিকেও। নেত্রী বলেন, ওরা সব বহিরাগতদের নিয়ে আসছে। আমায় দেশের অন্তত চারজন মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। বলছিলেন, বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? পাঞ্জাবে শিখদের সংগঠন আমায় ফোন করে বলল, শুনছি আপনার ওখানে বহিরাগত ঢুকিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করছে। বলুন তাহলে আমরাও লোক পাঠাই। এরপরই নেত্রী চ্যালেঞ্জের সুরে বিজেপিকে লক্ষ্য করে বলেন, ওরা যদি ৫ হাজার লোক ঢোকায় তাহলে আমি শুরু করব ১০ হাজার দিয়ে। সব আমরা জবাব দেব। মানুষ জবাব দিয়ে বুঝিয়ে দেবেন, এ বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি।































































































































