নিজের সঞ্চয় থেকে ২৫ লক্ষ টাকা দিয়ে নির্বাচনী তহবিল শুরু করলেন তৃণমূলনেত্রী। শুক্রবার দলের ভার্চুয়াল সভায় এই অর্থ দন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বিধায়কের ভাতা নিই না। মুখ্যমন্ত্রী হিসাবে কোনও বেতন নিই না। প্রাক্তন সাংসদের ভাতাও নিই না। জেলা সফরে গেলে নিজের খরচা নিজেই দিই। আমার উপার্জন বলতে আমার বই এবং গান থেকে পাওয়া রয়্যালটি। সেখান থেকেই আমি এই টাকা জমিয়ে দলকে দিলাম।

এরপর নেত্রী দলের কর্মী-সমর্থকের উদ্দেশে বলেন, আমি দিলাম। আপনারাও আপনাদের সাধ্যমত দিন। যে অঙ্কের টাকা দিতে পারবেন দিন। এক টাকা হলেও দিন। যিনি সেটাও পারবেন না, তিনি শুধু দলের পাশে থাকুন, সঙ্গে থাকুন, লড়াইয়ে থাকুন। নির্বাচনী লড়াইয়ে নামতে হবে। তাই তহবিলটাও তৈরি করতে হবে। আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামি।
আরও পড়ুন- বঙ্গধ্বনি সহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর































































































































