জয়ের হ্যাটট্রিক এটিকে মোহন বাগানের। এদিন আইএসএলের তৃতীয় ম্যাচে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে দিল হাবাসের দল। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন রয় কৃষ্ণা।
ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে ঝাপায় দুদল। উইলিয়ামসকে বাঁদ দিয়ে দল সাজান এটিকে এমবি কোচ হাবাস। ম্যাচের ৩৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ওড়িশার ফুটবলার ট্র্যাট। পাল্টা আক্রমন চালায় এটিকে এমবি। কিন্তু গোলের দরজা খুলতে ব্যর্থ হয় তারা। এরফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে।

এরপর দ্বিতীয়ার্ধে আক্রমনের ঝাঁজ বাড়ায় হাবাসের দল। তবে ওড়িশার ডিফেন্সের কাছে হার মানেন রয় কৃষ্ণা, মনভীর সিংরা। তবে তাতে দোমে থাকেনি বাগান ব্রিগেড। যার ফলে ম্যাচের ইনজুরি টাইমে গোল পায় এটিকে মোহন বাগান। এটিকে এমবির হয়ে একমাত্র গোলটি করেন ফিজি সুপারস্টার রয় কৃষ্ণা। এই জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে এটিকে মোহন বাগান। সোমবার আইএসএলের চতুর্থ ম্যাচে এটিক এমবির মুখোমুখি জামসেদপুর এফসি।
আরও পড়ুন- শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচে খেলতে নামছে ভারত, জিততে মরিয়া কোহলি ব্রিগেড































































































































