রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর। অনলাইন ক্লাসের সুবিধার জন্য এবার সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলির সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার, নবান্নে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : নতুন বছরের শুরুতেই DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের
তিনি বলেন, কোভিড কালে স্কুল বন্ধ থাকায় অনলাইনে লেখাপড়া করতে হচ্ছে পড়ুয়াদের। কিন্তু রাজ্যের অনেক স্কুলেরই পড়ুয়াদের অনলাইনে লেখাপড়া করার ক্ষমতা নেই। সেই কারণেই সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মমতা জানান, উচ্চমাধ্যমিক, মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য ট্যাব দেওয়া হবে। অষ্টম শ্রেণির ক্ষেত্রে প্রতি স্কুলকে একটি করে কম্পিউটার দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : রাজ্যে আরও বেশি বিনিয়োগ আসছে: ঘোষণা মুখ্যমন্ত্রী

কীভাবে বণ্টন করা হবে তা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে একটি রূপরেখা তৈরি করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।



































































































































