রাজ্য রাজনীতির উত্তাপ বৃদ্ধি করতে বড়দিনের ঠিক আগে, আগামী ২৪ ডিসেম্বর, ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শান্তিনিকেতনের পৌষ উৎসবে যোগদানের জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদিকে আগেই আমন্ত্রণ জানিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ প্রধানমন্ত্রীর সচিবালয় জানিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর ওই অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি।

একুশের ভোটের মুখে দক্ষিণবঙ্গ সফরে এসেছিলেন বিজেপি সভপতি জেপি নড্ডা৷ অন্য কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বঙ্গ- বিজেপির তরফে জানানো হয়েছিল, ডিসেম্বরে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। অবশেষে ডিসেম্বরের শেষে মোদির সেই সফর৷ ২৪ ডিসেম্বর কলকাতায় আসবেন তিনি। পৌষ উৎসবের উদ্বোধন, দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন-সহ বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন : করোনা-আক্রান্ত বিজেপির অমিত মালব্য, ভর্তি কলকাতার হাসপাতালে
অতিমারির কারনে চলতি বছরের পৌষমেলা বাতিল হলেও এবারও প্রথা মেনে যথারীতি হবে পৌষ উৎসব। সেই অনুষ্ঠানে আসার জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিল কর্তৃপক্ষ। এই অনুষ্ঠান ছাড়াও নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


































































































































