দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির প্রথম ক্যাম্প চালু হতেই কোচবিহারে যেন মানুষের ঢল নামল। কারও রেশন কার্ডের ত্রুটি সংশোধন, কারও যুবশ্রীর প্রাপ্য বুঝে নেওয়ার আবেদন, কেউ আবার কন্যাশ্রীর জন্য। সব মিলিয়ে সকাল থেকে বিকেল অবধি শয়ে শয়ে আবেদনকারী হাজির কোচবিহারে। মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়িতে হাই স্কুলের মাঠে ওই কর্মসূচি শুরু হয়। তবে সবটাই কোভিড বিধি মেনে। সকলেই মাস্ক পরে ছিলেন।

সেখানে ব্লক প্রশাসনের তরফে একাধিক টেবিলে নানা দফতরের কর্মীদের রাখা হয়েছিল। কোথাও কাদ্য বিভাগ, কোথাও যুবশ্রী, কোথাও কন্যাশ্রী, কোনও টেবিলে স্বাস্থ্যসাথী, কোনটিতে সবুজ সাথীর বিষয়ক কাজের ব্যবস্থা ছিল। তফসিলি জাতি, উপজাতি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাও হয়। সকাল থেকে প্রতিটি টেবিলে গিয়ে কয়েক দফায় খোঁজখবর নেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি ওই এলাকার বিধায়ক।
উন্নয়নমন্ত্রী জানান, দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হতেই মানুষের অভূতপূর্ব সাড়া মিলছে। মানুষ যে সরকারের কর্মসূচির উপরে একশো শতাংশ ভরসা রাখছে তা জানিয়ে দিচ্ছেন। অনেকেই সরকারি কর্মসূচির সুবিধা পেয়েছেন এবং তার ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি দফতরও তাঁদের দুয়ারে পৌঁছনোয় মানুষও খুশি হচ্ছেন।
আরও পড়ুন-শুরু ‘দুয়ারে সরকার’, হরিপালে করা হয়েছে ১৩ টি ক্যাম্প






























































































































