দিলীপ ঘোষের আইনি নোটিশ। পাল্টা মুখের উপর জবাব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, লড়াই এই তো সবে শুরু হলো।
রবিবার সাতগাছিয়ার সভা থেকে বিজেপিকে বিস্ফোরক আক্রমণ করেন অভিষেক। বলেন, ক্ষমতা থাকলে ‘ভাইপো’ না বলে সরাসরি নাম বলুন। আমি বলছি দিলীপ ঘোষ একজন গুণ্ডা। পারলে আমার বিরুদ্ধে মামলা করুন। অভিষেকের এই রাজনৈতিক ফাঁদেই পা দেয় বিজেপি। বিজেপি রাজ্য সভাপতির তরফে আইনি নোটিশ যায় অভিষেকের কাছে। আর তা হাতে পেয়েই অভিষেকের চাঁচাছোলা জবাব, ‘যারা আইন ভাঙেন, হিংসায় প্ররোচনা দেন, তাঁদের আইনের রাস্তায় আনতে পেরেছি। প্রথমবার হলেও তাঁরা আইনে বিশ্বাস করছেন, তাঁরা সংবিধানকে বিশ্বাস করছেন। তাঁরা ঘৃণা, হিংসার রাস্তা ছেড়েছেন।’
আরও পড়ুন : গুণ্ডা! অভিষেক-দিলীপ দ্বৈরথ আদালতের পথেই এগোচ্ছে

অভিষেক মনে করছেন, এটা আসলে তাঁর সাফল্য। আইনকে উপেক্ষা করা বিশৃঙখলাকারীরা বাধ্য হয়েছে এবার আইনি পথে হাঁটতে। আইনি পথেই মোকাবিলা করা হবে। উচিৎ শিক্ষা পাবে গেরুয়া শিবির।
ফলে অভিষেক-দিলীপ দ্বৈরথ এবার আকর্ষণীয় পর্যায়ে পৌঁছল।



































































































































