শিবসেনার হাত ধরে রাজনীতিতে নয়া ইনিংস শুরু করছেন ঊর্মিলা

0
4

গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন। কিন্তু পরাজয় সঙ্গী হয়েছিল তাঁর। কংগ্রেস
ছেড়েছিলেন ঊর্মিলা। ছেড়েছিলেন রাজনীতিও। ফের সক্রিয় রাজনীতির ময়দানে বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর।

এবার মহারাষ্ট্রের শাসক দল শিবসেনার হাত ধরে রাজনীতিতে নয়া ইনিংস শুরু করছেন ঊর্মিলা। মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের হাত ধরে রাজনীতিতে ফিরছেন তিনি। জানা গিয়েছে, রাজ্য বিধান পরিষদে ঊর্মিলাকে মনোনীত করতে পারে শিবসেনা।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন ঊর্মিলা। কংগ্রেসের টিকিটে ভোটে লড়াইও করেন। কিন্তু পাঁচ মাস পর দল ছেড়ে দেন। এমনকি দলের সদস্য পদও ছেড়ে দেন। লোকসভা ভোটে লড়াই করার পর তাঁর সঙ্গে দলের নেতা সঞ্জয় নিরুপমের সংঘাত বেধে যায়। তিনি দলের নেতৃত্বকে চিঠি লিখে সঞ্জয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দল তা না করার পরই তিনি কংগ্রেস ত্যাগ করেন।