ফের গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার বসিরহাট বিজেপি জেলা সভাপতির অপসারণের দাবি উঠলো। পার্টি অফিসের তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীরা। বসিরহাট টাউন হলের পাশে নিজেদের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
অভিযোগ, তৃণমূলের “ভোট গুরু” পিকের কাছ থেকে নাকি টাকা খেয়ে দলকে শেষ করে দিচ্ছে বসিরহাটের সাংগঠনিক জেলা সভাপতি তারক ঘোষ। আদি বিজেপি কর্মীদের ছেঁটে নিজের মতো লোকজন নিয়ে দল চালাচ্ছেন তিনি। এই অভিযোগে তুলে সভাপতির অপসারণের দাবিতে বসিরহাট জেলা সাংগঠনিক পার্টি অফিসের তালা ভেঙে নতুন লাগিয়ে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান বিক্ষোভে বসেন বিক্ষুব্ধ গোষ্ঠীর বিজেপির নেতা-কর্মী-সমর্থকেরা।
পুজোর আগে বিজেপির এক অভ্যন্তরীণ সভায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গণ্ডগোল বাঁধে। চেয়ার ছোঁড়াছুড়ি হয়। চলে ব্যাপক ভাঙচুর। এই ছবিও প্রকাশ্যে এসেছিল। নির্বাচনের ঠিক আগে বসিরহাটে অন্তর্কলহ প্রকাশ্য চলে আসায় বেশ অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
আরও পড়ুন-শুভেন্দু’র পদত্যাগ রাজ্যের ধর্মনিরপেক্ষ শক্তির উদ্বেগ বাড়াচ্ছে: মহম্মদ কামরুজ্জমান