মন্ত্রিসভা থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগের পরেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জরুরি বৈঠক । শুক্রবার সন্ধ্যার এই বৈঠকে যোগ দেন, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশ্চিতভাবে বলা যায়, বিষয় শুভেন্দু অধিকারী এবং তাঁকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে।
আরও পড়ুন- রাস্তা সারাইয়ের দাবিতে পর্যটন মন্ত্রীর বিধানসভা এলাকায় পথ অবরোধ স্থানীয়দের
শুভেন্দুর পদক্ষেপের কথা মাথায় রেখেই বেশ কয়েকটি প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। প্রথমত শুভেন্দু পরিবহন ও সেচ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন। সেই দফতর ফাঁকা রাখা মুশকিল। তাহলে এই দফতরে নতুন মন্ত্রী আসবেন না মন্ত্রিসভার অন্য কেউ অতিরিক্ত দায়িত্ব নেবেন? সে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সূত্রের খকবর দ্বিতীয় সম্ভাবনা প্রবল।
দ্বিতীয়ত, শুভেন্দুকে আটকে রাখার চেষ্টা চলতে থাকবে, নাকি বিষয়টি এবার আলোচনার বাইরে বলে ধরে নেওয়া হবে? সে কথাও আলোচনায় উঠে আসবে।
তৃতীয়ত, সরকারকে হলদিয়া ডেভলপমেন্ট অথরিরটির চেয়ারম্যান দ্রুত নিয়োগ করতে হবে। এই পদটি কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে সে নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হবে।

































































































































