২০২০ যে মারাদোনাকেও কেড়ে নিল, এ খবর মানতে পারছেন না ফুটবল অনুরাগীরা। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সেই খবরে এখনও ধাতস্থ হতে পারেনি ফুটবল বিশ্ব। রাজপুত্রের প্রয়ানে শোকাতুর রাজাও। ব্রাজিলিয়ান কিংবদন্তি আর্জেন্তাইন লেজেন্ডের মৃত্যুতে একজন বন্ধুকে হারালেন পেলে।

আরও পড়ুন : “আমার হিরো আর নেই … আমি তোমার জন্য ফুটবল দেখতাম”, মারাদোনাকে শেষ শ্রদ্ধা সৌরভের
রাজপুত্র আজ চির নিদ্রায়। বন্ধুর চিরবিদায়ে মনখারাপ আর এক কিংবদন্তির। টুইট করে তিনি লেখেন, “দুঃসংবাদ! আমি এক বন্ধুকে আর বিশ্ব এক কিংবদন্তিকে হারাল। এখনও অনেক কিছু বলার আছে। আপাতত, ঈশ্বর ওর পরিবারের সদস্যদের শক্তি দিন। আমি আশা করি, একদিন আমরা একসঙ্গে আকাশে বল খেলতে পারব।”


পেলে না মারাদোনা? তাঁদের মধ্যে কে সেরা, সেবিষয়ে তর্ক-বিতর্ক চিরকালের। একজনকে বলা হত রাজা, তো অন্যজনকে ঈশ্বর। কিন্তু, ‘রাজা’ এবং ‘ঈশ্বর’-এর সম্পর্ক যে এ সবের ঊর্ধ্বে, মারাদোনা-বিয়োগে কাতর হয়েও তা জানাতে ভুললেন না তিনি।


ব্যক্তিগত জীবনে এতে-অপরের প্রতি বৈরি মনোভাব পেলে বা মারাদোনা, কারোও মধ্যেই কখনও ছিল না। একে অপরকে পরম বন্ধু বলেই সম্বোধন করতেন তাঁরা। খেলা ছাড়ার পর থেকে অনেক অনুষ্ঠানেই দুজনকে দেখা গিয়েছে একসঙ্গে। দুই কিংবদন্তির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ছিল অগাধ। স্বাভাবিকভাবেই তাই মারাদোনার মৃত্যুতে ভেঙে পড়েছেন পেলে।



































































































































