রাজ্যের বিরোধী দলনেতা ও প্রবীণ কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন। তিনি কলকাতার বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন। সিটি স্ক্যানে তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। প্রবীণ নেতার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

কয়েকদিন আগেই দার্জিলিং গিয়েছিলেন আবদুল মান্নান। সেখানে তিনি বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে। এর পাশাপাশি কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেন বিরোধী দলনেতা। এরপরেই তাঁর করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটল।
আরও পড়ুন-হঠাৎ সামনে রয়্যাল বেঙ্গল টাইগার! বাঘে-মানুষে রুদ্ধশ্বাস লড়াইয়ের ভিডিও ভাইরাল






























































































































