নারদ কাণ্ডে এবার জনস্বার্থ মামলা দায়ের। মঙ্গলবার, সিবিআই তদন্তে গতি চেয়ে এবার নতুন কলকাতা হাইকোর্টে করা হয়েছে। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা।
দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও এই তদন্তের এখনও নিষ্পত্তির দিকে যায়নি। এমনকী, আদালতে ফাইনাল প্রভাবশালীদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে সেখানে সাড়ে তিন বছরের সিবিআই তদন্ত গতিহীন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
আরও পড়ুন- করোনা টিকায় মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, আগেভাগে সতর্ক করল কেন্দ্র
‘স্পিকারের’ অনুমতির নাম করে সময় নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন মামলাকারীর আইনজীবী। বুধবারই মামলার শুনানি কথা রয়েছে মামলাকারীর মতে হাইকোর্টের নির্দেশে যখন মামলা চলছে তখন স্পিকারের অনুমতির প্রয়োজন নেই।































































































































