শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল-সহ ৯ জন সদস্য। দিঘায় তাঁদের সাক্ষাৎ হয়। এমন খবর চাউর হতেই মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলকে নিয়ে চরম বিতর্ক তৈরি হয় দলের মধ্যেই। যদিও গৌরচন্দ্র এই খবর মিথ্যে বলে দাবি করেন। এই বিষয়ে নিয়ে তাঁকে নিয়ে সোমবার বৈঠকে বসে মালদা জেলা তৃণমূল।

আরও পড়ুন : ভোট কাটুয়া ওয়েইসিকে “ভো-কাট্টা” করে তৃণমূলে যোগদান জনপ্রিয় মিম নেতার
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারো অনুগামী হবেন না বলে তিনি না কি কথা দিয়েছেন। যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি গৌরচন্দ্র মণ্ডল। কিন্তু জেলা সভানেত্রী মৌসম নূর স্পষ্ট জানিয়েছেন, গৌরচন্দ্র মণ্ডলের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন এবং তা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখন তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর নেত্রী।




































































































































