অধীরের ‘মুখ’ হওয়া নিয়ে বিতর্কের মাঝে ১৬ দলের বৈঠক

0
3

অধীর চৌধুরী কি বাম-কংগ্রেস জোটের মুখ? কিংবা আসন সমঝোতাই বা কীভাবে হবে? এই প্রশ্ন আপাতত ধামাচাপা দিয়ে ২৬ নভেম্বরের সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের দিকে লক্ষ্য বামেদের। বিমান বসু এই প্রশ্নের মুখে পড়ে বললেন, সকলের ভাবার অধিকার আছে। আলাদা দল। জোটের ভবিষ্যৎ জোটের বৈঠকে ঠিক হবে।

রবিবার ১৬ দলের বৈঠক শেষ করল বামেরা। বৈঠক শেষে বিমান বসু জানালেন, ধর্মঘটকে সামনে রেখে প্রচারাভিযান চলবে। ক্ষেত মজুর সংগঠন ২৭ নভেম্বর গ্রামাঞ্চলে এই ধর্মঘট অব্যাহত রাখবে৷ রবিবার টিটাগড় পদযাত্রা ছিল। কাল, ২৩ নভেম্বর, ধর্মঘটের সমর্থনে লেনিন মূর্তি থেকে হেদুয়া পর্যন্ত বিভিন্ন ট্রেড ইউনিয়ানের মিছিল। শেষ দিকে যোগ দেবেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ নেতৃত্ব। একইভাবে মিছিল সভা থাকছে ২৪ ও ২৫ নভেম্বর। ২৬ তারিখ ধর্মঘটের দিন মৌলালীর বাজারে সভা হবে। ৬ডিসেম্বরের সভার জায়গা পরে জানিয়ে দেওয়া হবে। ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে কর্মসূচি থাকছে। ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস পালন করবে ১৬দল।

আরও পড়ুন- ১৪ বছর বয়সেই স্নাতক, বহুমুখী প্রতিভার অধিকারী, কে এই অগস্ত্য?