ছটপুজোর সময়ে মালদহের মহানন্দার ঘাটে ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি চালাবে ইংরেজবাজার পুরসভা ও প্রশাসন। শুক্রবার মহানন্দা নদীর মিশন ঘাট পরিদর্শন করেন মালদা জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ডিএসপি (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায়, ইংরেজবাজার পুরসভার প্রশাসক তথা বিধায়ক নীহাররঞ্জন ঘোষ-সহ অন্যান্যরা।

আরও পড়ুনশুভেন্দুকে ফের কড়া আক্রমণ কল্যাণের
এই বিষয়ে বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ জানান, এবার ডোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। এ বছর মহানন্দা নদীর জল অনেকটাই কমেছে। তাই মাটি ফেলে ঘাট উঁচু করা হচ্ছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি করোনা বিধির কারণে কোনরকম আতশবাজিও ফাটানো যাবে না। অন্যদিকে ছটপুজো ঘিরে মহানন্দা নদীর মিলন ঘাট, বালুচর সহ একাধিক ঘাটে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। সেজে উঠেছে ঘাটগুলি।

































































































































