মালদার প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের

0
3

প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে ৫ জনের মৃত্যু হয়েছে মালদা কালিয়াচক থানা এলাকায়। ওই ঘটনায় অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ।

আরও পড়ুন:বিজেপি নেত্রীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ষড়যন্ত্রের আশঙ্কা রাজনীতিবিদদের

জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ কালিয়াচক থানার স্কুলপাড়ায় একটি প্লাস্টিক কারখানায় ঘটনাটি ঘটেছে। ভয়াবহ বিস্ফোরণে জেরে আতঙ্ক ছড়ায় পার্শ্ববর্তী এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। ওই ঘটনায় অন্তত ৫ জন আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পাশাপাশি এই খবর প্রকাশ্যে আসার পরই মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে সরকারের তরফে। বৃহস্পতিবারই ক্ষতিপূরণের চেক দুর্গতদের হাতে তুলে দিতে মালদা যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।