২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি নিয়ে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের। স্ট্যান্ডার্ড প্রোটোকল কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করে চিঠি দিল সিইও দফতর।
বাংলার নির্বাচনে কোথায় কত বাহিনী, কত কপ্টার প্রয়োজন তা জানতে চেয়ে চিঠি পাঠায় দিল্লি৷ তার জবাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি পাঠিয়েছে বলে সূত্রের খবর৷ পাশাপাশি, বুধবার কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে৷

আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তবে করোনা পরিস্থিতিতে কীভাবে নির্বাচন করা যায় সেটা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। তবে, এক্ষেত্রে কোভিড পরিস্থিতিতে বিহারে যে ভাবে বিধানসভা ভোট করানো হয়েছে সেভাবেই বাংলায় ভোট করানোর পরিকল্পনা রয়েছে বলে কমিশন সূত্রে খবর। সেই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের রাজ্যনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই বৈঠক হয়৷

রাজ্যের সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। তৃণমূলের তরফে ছিলেন সুব্রত বক্সি, কংগ্রেসের তরফে ঋজু ঘোষাল, সৌম্য আইচ। সিপিআইএমের তরফে রবিন দেব-সহ নেতারা৷ রাজ্যের পরিস্থিতি নিয়ে কমিশনকে জানায় শাসক-বিরোধী দুপক্ষই। এরপরেই বাহিনীর পক্ষে সাওয়ার করে চিঠি পায় সিইও দফতর।
আরও পড়ুন:হাসপাতালে ভরতি হলেন মুকুল রায়



































































































































