দুর্গা-কালী-জগদ্ধাত্রী পুজোর মতোই নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে আদালতের রায়কে মান্যতা দিয়ে ছটপুজো পালনের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কালীপুজো ও দীপাবলির মতো বাজির উপর নিষেধাজ্ঞা রয়েছে ছটপুজোতেও। কলকাতা ও শহরতলিতে প্রায় দেড় হাজার জলাশয়ে ছট পুজোর জন্য ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়ও। একজায়গায় যাতে একসঙ্গে ভিড় না হয়, সেজন্যই মূলত এই বিকল্প ব্যবস্থা।

ছট পালন করুন কিন্তু আদালত অবমাননা করবেন না। শুভেচ্ছা বার্তার সঙ্গে ভিডিও মারফত রাজ্যের হিন্দিভাষী মানুষদের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জটলা করে একইসঙ্গে গঙ্গা বা কোনও জলাশয়ের ধারে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এবার রবীন্দ্র সরোবরে ই সুভাষ সরোবরে এবার যাতে কোনও ভাবেই ছটপুজো না হয়, তার জন্য রাজ্য সরকারকে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত। সেই নির্দেশকেই বহাল রেখে ছট পুজো নিয়ে নির্দেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট।

আদালতের স্পষ্ট নির্দেশ, প্রত্যেক পরিবার থেকে ২জনের বেশি জলাশয় যাওয়া যাবে না। ঢাক বা ছোট বাদ্যযন্ত্র ছাড়া কোনওভাবে উচ্চস্বরে ডিজে বাজনা বোঝানো যাবেনা। করা যাবে না শোভাযাত্রাও। খোলা যানবাহনে চেপে জলাশয়ে আসতে হবে। পুজোয় অংশগ্রহণকারীরা সবাই জলাশয় যেতে পারবেন না।
আরও পড়ুন:একবালপুরে তরুণীর বস্তাবন্দি দেহ ঘিরে চাঞ্চল্য! ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখা



































































































































