বেশকিছুদিন ধরে পাড়ার দুই জ্যেঠু নানারকম ভয় দেখিয়ে ১৩ বছরের এক নাবালিকার উপর যৌন নির্যাতন চালাচ্ছিল। নাবালিকা বাধা দিতে গেলেই তাকে ব্ল্যাকমেল করা হতো। কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হত তাকে। ফলে চুপচাপ মুখ বুজে নির্যাতন সহ্য করত ওই কিশোরী। অথচ ছোট থেকেই অভিযুক্ত দুই ব্যক্তিকে জ্যেঠু বলে ডাকতো নাবালিকা।
এবার ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। এরপরই বাড়ির লোকজন তাকে জিজ্ঞাসা করে সবকিছু জানতে পারে। ঘটনা হরিদেবপুর থানার ১৪২ নম্বর ওয়ার্ডের বাঁশতলায়। দুই অভিযুক্তের একজন পেশায় ট্যাক্সি চালক(৬০) এবং অন্যজন ৬১ বছরের এক বৃদ্ধ।
আরও পড়ুন:ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে করোনা পজিটিভ লুইস সুয়ারেজ
নাবালিকার পরিবারের লোকজন গোটা বিষয়টি হরিদেবপুর থানায় গিয়ে বলে। সেই অভিযোগের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। POCSO আইনে দু’জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।