রহস্যে মোড়া মিশরের ইতিহাস থেকে এবার বেরিয়ে এল শ’খানেক কফিন। মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে সক্কারা নেক্রপলিসের কবরস্থান থেকে কফিনগুলি উদ্ধার করা হয়েছে। কফিনগুলির মধ্যে অধিকাংশই সোনায় মোড়া। মিশরের প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে উদ্ধার হওয়া ১০০টি কফিন প্রায় আড়াই হাজার বছরের পুরনো। এই কফিনগুলির মধ্যে কয়েকটি থেকে অক্ষত মমিও পাওয়া গিয়েছে।
কী রাখা ছিল কফিনে?
মিশরের রাজধানী মেম্ফিস এর সমাধি স্থান সাক্কারা। এই অঞ্চল ইউনেস্কো অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রত্নতত্ত্ববিদদের ধারণা কফিনের মধ্যে যে দেহগুলি রয়েছে তা মিশর সভ্যতার একেবারে শেষ পর্যায়ের। এখনও পর্যন্ত সবকটি কফিন খোলা হয়েছে। গায়ারোগ্ল্যাফিক ছবি দিয়ে সাজানো অধিকাংশ কফিন। উদ্ধার হওয়া ১০০ কফিন পলিমেইক শাসনকালের বলে জানিয়েছেন মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল-আনানি। ৩২০ থেকে ৩৩০ খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর ছিল পলিমেইকেকর শাসনকাল।

তবে এই প্রথম নয় মাস খানেক আগে ওই অঞ্চল থেকে আড়াই হাজার বছর আগের কফিন উদ্ধার হয়েছিল। সেই সময় সংখ্যাটা ছিল ৫৯। তবে ওই কফিনগুলিতে সোনার প্রলেপ ছিল না। দিন কয়েক আগে উদ্ধার হওয়া ১০০টি কফিনের মধ্যে ৪০টিতে আছে প্রাচীন দেবদেবীর মূর্তি। সরকারের এক শীর্ষকর্তা জানিয়েছেন, উদ্ধার হয়েছে বেশকিছু মুখোশ। যা মিশরের গিজা মালভূমির গ্র্যান্ড জাদুঘরে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সারা বিশ্বে করোনা সংক্রমণের পাশাপাশি মিশরেও ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মিশরের পর্যটন শিল্প। অনেকেই মনে করছেন নতুন এই নিদর্শন উদ্ধার হওয়ার ফলে আবার পর্যটন ঘুরে দাঁড়াবে। কারণ, প্রাচীন নিদর্শন দেখার আগ্রহে দেশ বিদেশ থেকে অনেকেই মিশরের জাদুঘরগুলিতে ভিড় জমাবেন।





























































































































