হুগলির আরামবাগের সুপার স্পেশালিটি হাসপাতালের পাঁচতলা থেকে মরণঝাঁপ এক রোগীর। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতাল সূত্রে খবর, কালীপুজোর দিন পারিবারিক অশান্তির জেড়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন খানাকুলের বাসিন্দা দীপক পণ্ডিত।
তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার, সকলের নজর এড়িয়ে হাসপাতালের পাঁচতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন-করোনায় বাতিল টি-২০ বিশ্বকাপ, পেটের টানে ডেলিভারি বয় ক্রিকেটার
তবে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন মৃতের আত্মীয়রা।
































































































































