করোনার মধ্যে এসে হাজির সোয়াইন ফ্লু ভাইরাস। সম্প্রতি কানাডায় দেখা গিয়েছে সোয়াইনের এক ধরনের বিরল প্রজাতির ভাইরাস। মানব দেহেই এর খোঁজ মিলছে।

কানাডার আলবার্তা প্রদেশের এক বাসিন্দার শরীরে সোয়াইন ফ্লু-র ‘এইচ ১ এন২’ ভাইরাসের খোঁজ মিলেছে৷ কিন্তু মানুষের দেহে এই ভাইরাসের খোঁজ পাওয়া যে বেশ বিরল ঘটনা তা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁর শরীরে অক্টোবরের মাঝামাঝি ইনফ্লুয়েঞ্জার লক্ষ্মণ দেখা গিয়েছিল। কিছুতেই তাঁর অসুখ সারছিল না। একাধিক পরীক্ষা নীরিক্ষার পর বোঝা যায় তিনি ‘এইচ ১ এন২’ ভাইরাসে আক্রান্ত। কানাডার ওই অংশে এই সময় সাধারণ ইনফ্লুয়ঞ্জার সংক্রমণ দেখা যায় বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। সকলেই দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কেউ এই ভাইরাসে সংক্রমিত হননি। সংশ্লিষ্ট ব্যক্তি কীভাবে ‘এইচ ১ এন২’-এ আক্রান্ত হলেন তা খতিয়ে দেখছে স্বাস্থ্যবিভাগের কর্তারা। তবে ওই ব্যক্তি এখনও অবধি কারও সংস্পর্শে আসেননি বলে আলবার্তা প্রশাসন জানিয়েছে।

‘এইচ ১ এন ১’ ভাইরাসে মানুষ সাধারণত সংক্রমিত হয়ে থাকেন। কিন্তু ‘এইচ ১ এন ২’ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা বিরল৷ গত ১৫ বছরের মধ্যে সারা পৃথিবীতে কেবলমাত্র ২৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷ কানাডাতে এই ঘটনা প্রথম। স্বাস্থ্যকর্তাদের মতে, শূকরের সংস্পর্শে এলেই এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকছে। কিন্তু কীভাবে ওই ব্যক্তি এই ভাইরাসের দ্বারা সংক্রমিত হলেন তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তবে স্বস্তির কথা, এই ভাইরাস চট করে একজন মানুষের থেকে অন্য জনের শরীরে ছড়ায় না। ফলে এ যাত্রায় কিছুটা হলেও রক্ষে পাওয়া গিয়েছে। না হলে ফের বিশ্বে করোনা অতিমারির মতো পরিস্থিতি হতে পারত।
আরও পড়ুন-পার্কিনসনে ভুগছেন, শারীরিক কারণে পদত্যাগ করতে পারেন পুতিন?
































































































































