কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ তাঁর বাড়ির চৌকাঠে পা রাখার আগেই রাজনীতিতে তাঁর যোগদানের জল্পনা উড়িয়ে দিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তা স্পষ্ট কথা, “অমিত শাহ বাড়িতে আসা মানেই রাজনীতিতে যোগ দেওয়া নয়। আমি রাজনীতির মানুষ নই। আমাকে তো সবাই আপনারা চেনেন। আশাকরি এটুকুই আমাকে বোঝার জন্য যথেষ্ট।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আপ্যায়ন করতে প্রস্তুত পদ্মভূষণ শাস্ত্রীয় সংগীত শিল্পী। এ প্রসঙ্গে অজয় চক্রবর্তী বলেন, “এর আগেও আমার বাড়িতে অনেক বিশিষ্টজন এসেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম এসেছেন। মোহন ভগবৎ এসেছেন। অমিত শাহ একজন বড় মাপের মানুষ। একজন বিশিষ্ট জন। তিনি আমার বাড়িতে আসছেন। তাকে আমি আমন্ত্রণ করিনি। আসতেও বলিনি। সেই ধৃষ্টতা আমার নেই। উনি নিজে থেকেই আসছেন।”

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জন্য তাঁর বাড়িতে কেমন আপ্যায়নের ব্যবস্থা? অজয় চক্রবর্তী বলেন, ” আলাদা কোনও ব্যবস্থা করিনি। উনি এসে যেটা বলবেন সেটা হবে। তবে গান শুনতে চাইলে গান শোনাবো।”
আরও পড়ুন: নিরাপত্তার বজ্রআঁটুনিতে দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ



































































































































