গ্রেফতারের সময় মহিলা পুলিশকে হেনস্থার অভিযোগে নতুন FIR অর্ণবের বিরুদ্ধে

0
4

ইন্টিরিয়র ডিজাইনারের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার সকালে মুম্বই পুলিশ গ্রেফতার করে রিপাবলিক টিভি’র চিফ এডিটর অর্ণব গোস্বামীকে। গ্রেফতারের সময় অর্ণব অভিযোগ করেন, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার সময় আলিবাগ পুলিশ তাঁর পরিবারের সদস্যদের শারীরিক হেনস্থা করেছে। পাল্টা পুলিশের দাবি, সেই ধস্তাধস্তির সময়ে একজন মহিলা পুলিশকে হেনস্থা করেছেন অর্ণব নিজেই। কর্তব্যরত একজন পুলিশ তথা মহিলাকে তার কাজে বাধা দেওয়া ও হেনস্থার অভিযোগে

পৃথক মামলা দায়ের করা হয়েছে অর্ণবের বিরুদ্ধে।

এই অভিযোগে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যে নাগাদ দায়ের হওয়া নতুন এফআইআর–এ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৫০৪, ৫০৬, ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারের পর অর্ণব গোস্বামীকে এদিন আদালতে তোলা হয়। আদালতে অর্ণবের আইনজীবীর অভিযোগ, বাড়িতে গ্রেফতার করতে গিয়ে দুই পুলিশ কর্মী তাঁর মক্কেলকে হেনস্থা করেছেন। অর্ণবের পরিবারের সদস্যদের ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

আরও পড়ুন- রাজ্যে এলেন অমিত শাহ, স্বাগত জানাতে বিমানবন্দরে দিলীপ-মুকুল-কৈলাস