৩০ দিন হল হাসপাতালে চিকিৎসাধীন। দুটি সফল ডায়ালিসিসের পর মাঝে দিনকয়েক শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও, ফের অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। উদ্বেগ ক্রমশ বাড়ছে। ৮৫ বছর বয়সী সৌমিত্রবাবুর কিডনি ঠিকমতো কাজ করছে না। ডায়ালিসিস করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। জানা গিয়েছে, কিডনির কার্যক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে আগামিকাল, বৃহস্পতিবার বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। নেফ্রলজি বিশেষজ্ঞরা ঠিক করবেন আগামী পরিকল্পনা।
এদিকে কিডনি ঠিকভাবে কাজ না করায় অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের উপরে প্রভাব পড়ছে। সবমিলিয়ে অতি সংকটজনক পরিস্থিতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ১০০% ভেন্টিলেশনে রয়েছেন এই প্রবীণ অভিনেতা। শেষ ১৬ দিন মস্তিষ্কের স্নায়ু সাড়া দিচ্ছে না। মস্তিষ্কের সচেতনতার মাত্রা গ্লাসগো কোমা স্কেলের সূচক ১০-এর কাছাকাছি। যা স্বাভাবিক নয়।

হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান অভিনেতার রক্তের বিভিন্ন মাত্রা ওঠানামা করছে। যা একেবারেই ভাল লক্ষণ নয়। রক্তের শ্বেত রক্তকণিকা, হিমোগ্লোবিন, প্লেটলেট ফের কমেছে। পরিস্থিতি সামাল দিতে লড়াই চালাচ্ছেন চিকিৎসকরা। লাইফ সাপোর্ট দিতে মাল্টিপল ট্রান্সফিউশন চলছে। একইসঙ্গে রক্তের বিভিন্ন মাত্রা ঠিক রাখতে নতুন করে নানা ওষুধও প্রয়োগ করা হয়েছে। শরীরে বেড়েছে সেকেন্ডারি ইনফেকশন। তা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
আরও পড়ুন- শোভাবাজার ঘাটে তলিয়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করে পুরস্কৃত ডিএমজি-র দুই সদস্য

































































































































