এবার যৌন হেনস্থায় শিকার হওয়ার ঘটনা জানালেন আমির কন্যা ইরা খান। নিজের ইনস্টাগ্রামে ১০ মিনিটের একটি ভিডিও পোস্ট করে সেই ঘটনার কথা ব্যাখ্যা করেছেন তিনি। ওই ভিডিওতে ইরা জানিয়েছেন, ওই ঘটনার পর বাবা আমির খান বা মা রিনা দত্তকে কিছু জানাতে পারেনি।

ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে- তে ইরা নিজেই জানিয়েছিলেন তিনি ডিপ্রেশনের রোগী। দীর্ঘদিন লড়াই করছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে ইরা বলেন, তাঁর সঙ্গে কী ঘটেছে তা বুঝতে এক বছর সময় লাগে। ইরা জানান, একজন নয় একাধিক ব্যক্তি এই কাজে যুক্ত ছিলেন। তিনি এতটাই ছোটো ছিলেন যে বুঝে উঠতে পারেননি ইচ্ছাকৃত ভাবে করেছেন না কি ভুলবশত। ইরা বলেন, ” আমি ভয় পাইনি। কারণ, বুঝেই উঠতে পারিনি কী ঘটছে। ওই সময়টা ভুলে যেতে চাই। ভয় পাই না এখন আর। কিন্তু খারাপ লাগা অবশ্যই আছে।
এই বিষয় নিয়েও মন্তব্য করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ইরার ওই পোস্ট রিপোস্ট করেছেন তিনি। তিনি লেখেন ” আমিও যৌন হেনস্থার শিকার হই। তখন অনেক ছোটো। মাত্র ১৬ বছর বয়স। আমার বোনের উপর অ্যাসিড আক্রমণ করা হয়। একসঙ্গে লড়াই করেছি দুজন। ইরার প্রতি সহানুভূতি জানাচ্ছি। কিন্তু দুঃখজনক হলেও ভাঙা পরিবারের সন্তানরা এই ধরনের ঘটনার শিকার হন।”

































































































































