মা আর ছেলের আবেগঘন মূহুর্ত ধরা পড়ল ক্যামেরায়। ছেলেকে কোলে নিয়ে আর্বানা কমপ্লেক্সের খোলা হওয়ায় ঘুরে বেড়াচ্ছেন শুভশ্রী। পরনে কালো শর্টস, টপ। কালো মাস্ক, ওভারসাইজড রোদচশমায় অভিনেত্রী পুরনো ফর্মে। ছোট্ট ইউভান পরেছে হলুদ জামা। সেও মায়ের ছন্দের সঙ্গে তাল মেলাচ্ছে।
দেখুন ভিডিও :
প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা থাকার সময় থেকেই কাজ থেকে ছুটি নিয়েছিলেন শুভশ্রী। বাড়িতেই ছিলেন। তাই কিছুটা ওজন বেড়েছে তাঁর। তবে মা হওয়ার পর বেশ কিছুদিন পর থেকে ফের জিমে যাওয়া শুরু করেছেন তিনি।
আরও পড়ুন : সাতপাকে বাঁধা পড়লেন কাজল-গৌতম, পোস্ট করলেন হলদি ও মেহেন্দির ছবি
তবে ছেলেকে যথেষ্ট সময় দেন রাজ শুভশ্রী দুজনেই। সেদিন বিকেলে আরবানার লনেই ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলেন রাজ-ঘরণী। সেই সময়ই ফুরফুরে মেজাজে এই ভিডিওটি ক্যামেরাবন্দি করেন। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করতেই, ভাইরাল হয়ে যায়। ভিডিওটির ক্যাপনে লেখা “বেবিস ডে আউট”।
আরও পড়ুন : মাতৃত্বকালীন অবসর কাটিয়ে এবার কি নতুন ভূমিকায় শুভশ্রী?



































































































































