এবার বেসুরো বিধায়ক শীলভদ্র দত্ত। একটা সময়ে মুকুল রায়ের সঙ্গে সুসম্পর্ক থাকলেও তিনি এখনও তৃণমূল ছাড়েননি। কিন্তু একটি বিজয়া সম্মিলনীতে বলেছেন,” এভাবে আর পারছি না। একটি পেশাদার সংস্থা ভোট করাচ্ছে। বলছে আমাকে ভোটের কথা ভাবতে হবে না। আমি সিঁড়ি ভেঙে উঠেছি। আর ভোটে এভাবে লড়ব না। অনেকে এখনও মুকুল রায় আর অর্জুন সিংয়ের সঙ্গে আমার নাম জড়াচ্ছে।” শীলভদ্র এসব বলায় বাজার গরম। আসলে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কিছু লোকের এমন চিত্তচাঞ্চল্য চিরকালই তৈরি হয়। এবার তো প্রবণতাও আছে। মূলত পিকের টিমকে ইঙ্গিত করে শীলভদ্রর আক্ষেপ। তবে এর বাইরে সরাসরি দলের বিরুদ্ধে তিনি কিছু বলেননি।
আরও পড়ুন- মালদ্বীপে স্বামী পারুপল্লির সঙ্গে সাইনা নেহওয়াল, শেয়ার করেছেন একাধিক ছবি






























































































































