আগামী দু’মাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসে মিলবে কলকাতা-দুবাই অতিরিক্ত বিমান। আনলক পর্ব শুরু হওয়ার পরই প্রবাসে আটকে থাকা মানুষদের দেশে ফেরার চাহিদা বেড়েছে। এই বাড়তি চাহিদা পূরণ করতেই কলকাতা থেকে দুবাই যাওয়ার নিয়মিত পরিষেবা চালু করতে চলেছে একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থা। ডিসেম্বরের ২৩ তারিখ পর্যন্ত ১৬ টি বিমান কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রাভেল এজেন্ট সংগঠন সূত্রে খবর, নভেম্বরের ২৮ তারিখ এই সংস্থার একটি বিমান দিয়ে এই পরিষেবা চালু হয়েছে।

নভেম্বরের ২,৫,৯,১২,১৬,১৯,২৩,২৬ এবং ৩০ এই দিনগুলিতে কলকাতা থেকে দুবাই যাবে এই সংস্থার বিমান। ডিসেম্বর মাসের ৩,৭,১০,১৪,১৭,২২ এবং ২৩ তারিখ বিমান কলকাতা থেকে যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে। ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সংগঠনের চেয়ারম্যান মানব সোনি জানিয়েছেন, “ক্রমশই বাড়ছে যাত্রীদের চাপ। দেশে ফিরতে চাইছেন অনেকেই। বিমান চলাচল আরও নিয়মিত হলে ভালো হয়। সেই কারণেই বিমান চলাচল আরও নিয়মিত করার জন্য আমরা বারবার সংশ্লিষ্ট দফতরগুলির কাছে অনুরোধ জানিয়েছি। ধীর গতিতে পরিস্থিতি ঠিক হচ্ছে।”
আরও পড়ুন-আজ থেকে ইন্ডেনের গ্যাস বুকিং নিয়মে বড় বদল, জেনে নিন

































































































































