পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক নিয়ে কটাক্ষ করলেন আব্দুল মান্নান। তিনি বলেন, এই রাজ্যের অবস্থা যেমন খারাপ, তেমনি বিজেপি শাসিত রাজ্যগুলোর চিত্র আলাদা নয়। উত্তরপ্রদেশ-হরিয়ানা-বিহার-ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে সেখানকার সরকারও অগণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধীদের দমন করার চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়টি নজর দেওয়া উচিত।

পাশাপাশি আব্দুল মান্নানের দাবি, তৃণমূল এবং বিজেপির এটা লোক দেখানো লড়াই। নিজেদের মধ্যে লড়াই করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র। বিজেপি ও তৃণমূল একে অপরের সবথেকে বড় সমর্থক!
আরও পড়ুন- কথা চলছে, তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপির একাধিক নেতা ? জল্পনা তুঙ্গে































































































































