পটাশপুরে মৃত দলীয় কর্মীর দ্বিতীয় পোস্টমর্টেম করতে আদালতের রায় কার্যকর করার দাবিতে ময়দানে গান্ধীমূর্তির সামনে ধর্ণায় বসল বিজেপি। ছিলেন সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পাল প্রমুখ। তাঁদের অভিযোগ, আরজিকর হাসপাতালে পনেরো দিন ধরে দেহটি পড়ে আছে। ময়নাতদন্ত হচ্ছে না। পরিবার অসহায় হয়ে পড়েছে।

আরও পড়ুন-বেনজির ! দুর্নীতির অভিযোগে উত্তরাখণ্ডের বিজেপি- মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ

































































































































