ফের করোনা শহিদ কলকাতা পুলিশের আধিকারিক

0
4

ফের করোনা সংক্রমণে মৃত্যু হল কলকাতা পুলিশের এক আধিকারিকের। মৃতের নাম সঞ্জয় সিনহা। তিনি কলকাতা পুলিশের ইনস্পেক্টর পদমর্যাদায় কর্তব্যরত ছিলেন। বেশ কিছুদিন ধরেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সঞ্জয়বাবু। আজ, বুধবার সকালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন করোনা যোদ্ধা সঞ্জয় সিনহা।

উল্লেখ্য, করোনা শহিদ এই পুলিশ আধিকারিক কলকাতা আর্মড পুলিশের তৃতীয় ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রয়াত সহকর্মীর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন-করোনা আক্রান্ত অপরাজিতা, বাড়িতেই নিভৃতবাস