করোনা আবহে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পুজোর দিনগুলিতে মাস্ক না পরে রাস্তায় ঘোরাঘুরির ছবি প্রায় সর্বত্রই চোখে পড়েছিল। এ রাজ্যে করোনার দাপট অব্যাহত। তাতেও হুঁশ ফেরেনি কিছু অসচেতন মানুষের।
অন্যদিকে, পুজো শুরুর আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, প্রতিমা বা মণ্ডপের আশেপাশে এলে মাস্ক বাধ্যতামূলক। কিন্তু এক শ্রেণির মানুষের তাতে যেন কিছু যায় আসে না। মাস্ক না পরেই ঘুরতে বেরিয়ে পড়েছেন।
আদালত ও সরকারি নির্দেশকে অমান্য করার অভিযোগে সপ্তমী থেকে একাদশী পর্যন্ত ২ হাজার ৫৭৬ জনকে আটক করা হয়েছে। মহামারী আবহে মানুষকে সচেতন করতে পুলিশ সর্বত্রই মাস্ক বিলি করেছে। লাগাতার প্রচার চালিয়েছে। কিন্তু মাস্ক না পরার অভ্যাস কিছুতেই বদলায়নি। সপ্তমীর দিন ৫৯৫, অষ্টমীর দিন গোটা কলকাতায় মাস্ক না পরার জন্য ৬০৯ জনকে ধরা হয়েছে। নবমীর দিন ৬৬৫ জনকে, দশমী ও একাদশীতে দেখা যাচ্ছে, যথাক্রমে ৪১৪ ও ২৯৩ জনকে আটক করা হয়।































































































































