বাজির আগুনে ভস্মীভূত রামপুরহাটের পুজো মণ্ডপ

0
4

বীরভূমের রামপুরহাট হাটতলা সর্বজনীন দূর্গাপুজা মণ্ডপে অগ্নিকাণ্ড। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুজো কমিটির সদস্যরা জানান, খুব সম্ভবত রকেট বাজির আগুন পড়ে মণ্ডপের ত্রিপলে। সেখান থেকে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। ভস্মীভূত হয়ে যায় মণ্ডপ-সহ প্রতিমা। বুধবার সকালে প্রতিমা বিসর্জনের কথা ছিল বলে জানা যায়।

এলাকাটি হাটের মধ্যে সংকীর্ণ জায়গায় হওয়ায় দমকলকে ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রশান্ত রায় জানান, এই দুর্ঘটনায় জেরে তাঁরা জগধাত্রী পুজো করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।