তীব্র সঙ্কটে সৌমিত্র, সম্পূর্ণ ভেন্টিলেশনে

0
2
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। দুপুর ২টোর খবর অভিনেতাকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে। বেড়েই চলেছে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা। সব সময়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে না। ডায়ালিসিস করা যাচ্ছে না এই কারণেই। সেকেন্ডারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন প্রবীন অভিনেতা। রক্তচাপ বাড়ছে-কমছে। হাসপাতাল সূত্রে খবর প্লাজমা থেরাপি হতে পারে অভিনেতার।

আরও পড়ুন-দশমীতে মর্মান্তিক ঘটনা, বিসর্জনে গিয়ে নৌকাডুবিতে মৃত ৫