দুর্গা ঠাকুর বিসর্জন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নৌকা উল্টে সলিল সমাধি হল ৫ জনের। ঘটনাটি ঘটে গতকাল দশমীর রাতে মুর্শিদাবাদের বেলডাঙা থানার ডুবনি ঘাটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলডাঙার ডুবনি ঘাটে প্রতিমা বিসর্জনের সময় দুটি নৌকা উল্টে যায়। জলে পড়ে তলিয়ে যান পাঁচজন। ডুবুরী নামিয়ে সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছয় বেলডাঙা থানার পুলিশও। কিছু পরে একে একে উদ্ধার হয় সকলের দেহই । আনন্দের মাঝেই এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।
আরও পড়ুন-পুজো মিটতেই ঠান্ডার আমেজ, কড়া শীতের অপেক্ষায় রাজ্য

































































































































