২০২০ সালটা সত্যি ব্যতিক্রমী। সেরকমই একটু অন্যভাবে কাটল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। করোনা আবহের মধ্যে দুর্গাপুজো ছিল অনেকটাই জৌলুসহীন। উন্মাদনা প্রায় ছিল না বললেই চলে।
অল্পবয়সীরা অনেকেই আবার মহালয়া থেকে দুর্গাপুজোর এমন ব্যবধান দেখলো। ১৭ সেপ্টেম্বর মহালয়ার এক মাসেরও বেশি সময় পর অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুজো। পরপর দুটি মল মাস পড়ে যাওয়ায় এই বিপত্তি। এই বছর ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। মূলত মহালয়া আর ষষ্ঠীর মধ্যে ফারাক থাকে এক সপ্তাহের। আশ্বিন মাস মল মাস হওয়ায় কারণেই পুজো পিছিয়ে যায় কার্তিকে। এর আগে ১৯৮২ আর ২০০১ সালেও এই ঘটনা ঘটেছিল। ২০০১ সালে অবশ্য পুজোর সাতদিন আগে আবার মহালয়ার সম্প্রচার হয়েছিল। বাঙালি পঞ্জিকা মতে ২ থেকে ৩ বছর অন্তর একটি করে অধিবাস হয়। এই অধিবাসে কোনও তিথি পালন করা হয় না। একে বলা হয় মল মাস। আর এই মল মাসে কোনও শুভ কাজও করা হয় না। তাই পুজো পিছিয়ে গেল কার্তিকে।

আরও পড়ুন : পুজো মিটতেই ঠান্ডার আমেজ, কড়া শীতের অপেক্ষায় রাজ্য
এদিকে দেবী কৈলাসে চলে যাওয়ায় বাঙালির বিষাদের সুর। দশমীর বিকেলে বিসর্জনের পরই মুখভার হয়ে যায় আমবাঙালির। সেই সঙ্গে প্রতীক্ষা আরও এক বছরের। দিন গোনা শুরু হয়েছে ইতিমধ্যেই। আগামী বছর মহালয়ার এক সপ্তাহ পর শুরু হচ্ছে পুজো।
আসছে বছর আবার হবে ! প্রতিবারের মতো এবারও মাকে বিদায় দেওয়ার সময় ঢাকের তালে সবার মুখে এই কথাই।
এবার প্রতীক্ষা ,আর কৌতূহল শুরু ২০২১ সালের দুর্গাপুজো ঘিরে। একনজরে দেখে নেওয়া যাক আগামী বছরের পুজোর নির্ঘণ্ট। কবে কোন সময়ে পড়েছে ২০২১ সালের দুর্গাপুজো।

আরও পড়ুন : বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ, প্লাজমা থেরাপি হতে পারে সৌমিত্রর
*২০২১ সালের দুর্গাপুজোর নির্ঘন্ট*।
মহালয়া- ৬ অক্টোবর, বুধবার
মহাষষ্ঠী- ১১ অক্টোবর, সোমবার
মহাসপ্তমী- ১২ অক্টোবর, মঙ্গলবার
মহাঅষ্টমী- ১৩ অক্টোবর, বুধবার
মহানবমী- ১৪ অক্টোবর, বৃহস্পতিবার
বিজয়া দশমী- ১৫ অক্টোবর, শুক্রবার৷




































































































































