এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো জমিয়ত উলেমায়ে হিন্দ। সুপ্রিম কোর্টের নির্দেশ ও তদারকিতে তৈরি হওয়া এনআরসি নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। সেই তালিকা থেকে ফের নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন অসমের এনআরসি কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মা দিয়েছেন।
জমিয়ত উলেমায়ে হিন্দের বক্তব্য শীর্ষ আদালতের নির্দেশ ছাড়া সংশ্লিষ্ট তালিকা সংশোধন করতে পারেন না এনআরসি কো-অর্ডিনেটর। আদালতের তদারকিতে তৈরি হওয়া চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ বেআইনি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের আমলে তৈরি হয়েছিল এই এনআরসি। গত বছর ৩১ অগাস্ট এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়।
জানা গিয়েছে, ৩ কোটি ৩০ লক্ষ আবেদনকারীর মধ্যে ১৯ লক্ষ সাত হাজার ৭০৭ জনের নাম তালিকা থেকে বাদ পড়ে। কিন্তু কেন নাম বাদ পড়ল তা নিয়ে কোনও স্পিকিং অর্ডার ও রিজেকশন লেটার পাঠানোর কাজ এখনও শুরু হয়নি। এরই মধ্যে এনআরসির তালিকা ফের খুঁটিয়ে যাচাই করতে হবে বলে নির্দেশ দেয় এনআরসি দফতর। হিতেশ দেব শর্মার দাবি, ওই তালিকায় ঘোষিত বা সন্দেহভাজন বিদেশি বা তাদের বংশধরদের নাম থেকে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। তাই নতুন করে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:লাদাখের ভোটে কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপির বিরাট জয়





































































































































