ষষ্ঠীর সকালেই শহর কলকাতার জন্য দুঃসংবাদ। ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই যুবক। আজ, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ বালিগঞ্জ বিজন সেতুতে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বেপরোয়া গতিতে কসবার দিক থেকে গড়িয়াহাটের দিকে ঝড়ের গতিতে ছুটে যাচ্ছিল একটি মোটরবাইক। বাইকে ছিল দুই যুবক। বিজন সেতুর ওপর আচমকাই তাঁদের বাইকটি স্কিড করে সোজা ডিভাইডারে সজোরে ধাক্কা মারে।
বৃষ্টির কারণে আগে থেকেই রাস্তা পিচ্ছিল ছিল। বাইকের গতি অস্বাভাবিক বেশি থাকার কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে স্কিড করে। বেশ কয়েক মিটার দূরে ছিটকে পড়ে দুই আরোহী। জানা গিয়েছে, সোজা ডিভাইডারের উপর ছিটকে পড়ায় একজনের মাথা থেঁতলে গিয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। অন্যজন গুরুতর আহত।
দুই যুবককে রক্তাক্ত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ওই দুই যুবক। পুলিশ তাঁদের বাড়ির লোককে খবর দিয়েছে।
সূত্রের খবর, পঞ্চমীর রাতে বাইকে করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ওই দুই যুবক। সারারাত শহরের বিভিন্ন প্রান্তে ঠাকুর দেখে তাঁরা। সম্ভবত মদ্যপানও করেছিলেন ওই দুই যুবক। সেই অবস্থাতেই বাইক চালাচ্ছিলেন। যার জেরেই এই দুর্ঘটনা।
আরও পড়ুন:চিকিৎসায় বিশেষ উন্নতি হয়নি সৌমিত্রের, বাড়ছে অস্থিরতাও




































































































































