কবে ভারতে ভ্যাকসিন তা এখনও অজানা। কিন্তু ভ্যাকসিন বন্টন নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, প্রাথমিক পর্বে করোনা যোদ্ধাদের প্রতিষেধক দেওয়া হবে বলে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র। তথ্যপঞ্জি তৈরি করতে জেলা এবং রাজ্য স্তরের নোডাল অফিসারদের নির্দেশিকাও পাঠাতে শুরু করেছে স্বাস্থ্যমন্ত্রক৷
প্রতিটি রাজ্যে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের তথ্য সংগ্রহ করতে হবে। এরপর ইলেক্ট্রনকি ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্কের অধীনে কোভিড ভ্যাকসিন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেমে আপলোড করতে হবে। জেলা এবং রাজ্য স্তরের নোডাল অফিসারদের এই তালিকা তৈরির নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক৷
বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এমন ১০ লক্ষ এএনএম এবং ৭ লক্ষ আশা কর্মীদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ভ্যাকসিন এলে তা দেওয়া হবে ১৫ লক্ষ নার্সকে। ভ্যাকসিন নেওয়ার এই তালিকায় আছেন প্রায় ২০ লক্ষ মেডিক্যাল অফিসার, অ্যালোপেথি চিকিৎসক, শিক্ষকতার সঙ্গে যুক্ত চিকিৎসক, আয়ুষ চিকিৎসকরা।
আরও পড়ুন:অ্যান্টিবডি ৫ মাসে কমে গেলে ফের সংক্রমণের আশঙ্কা, সতর্কতা ICMR-এর



































































































































